Last Updated: Tuesday, July 1, 2014, 15:39
অবশেষে প্রিয় সরোদটি ফিরে পেলন। ওস্তাদ আমজাদ আলি খানের সর্বক্ষণের সঙ্গী তাঁর সরোদটি হারিয়ে ফেলেছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে। লন্ডন থেকে নিউ দিল্লি আসার সময়। সরোদটি ফিরে পাওয়ার পর টুইট করে জানান, "এটি একটি মহাকাব্যিক পুনর্মিলন।" তাঁর ভক্তদের ধন্যবাদ জানান। সরোদ পাওয়ার উল্লাসে মিডিয়াকেও আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি।