Last Updated: August 18, 2012 23:49

অর্ডোসের বর্ণময় অনুষ্ঠানে সেরা সুন্দরীর শিরোপা পেলেন চীনের সুন্দরী ওয়েনজিয়া হু। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ মিস ওয়েল্স ও মিস অস্ট্রেলিয়া। ভারতের প্রতিযোগী বন্যা মিশ্র শেষ সাতের তালিকায় উঠলেও, পেলেন না বিশ্বের সেরা সুন্দরীর তকমা। স্বভাবতই ভারতীয়দের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন বন্যা। তবে তিনি পেয়েছেন `মিস সোশ্যাল মিডিয়া` আর `বিউটি উইথ আ পার্পাস`-এর মুকুট। দুনিয়ার তামাম সুন্দরীদের টেক্কা দিয়েছেন তিনি। বিশ্বের সেরা সুন্দরী শিরোপার অন্যতম দাবীদার ছিলেন বন্যা। তবে শেষ রক্ষা হল না।
অন্যদিকে `মিস সোশ্যাল মিডিয়া`-র শিরোপা বন্যার ঝুলিতে আসে তাঁর `সোশ্যাল নেটওয়ার্কিং`-এর দক্ষতা দেখে। আজকের যুগে সোশ্যাল নেটওয়ার্ক এর গুরুত্ব দেখেই এই পুরষ্কার দেওয়া বলে জানানো হয়। বন্যা `মুক্তাঙ্গন` বলে একটি চ্যারিটি শো করেছিলেন যার ফলে তাঁর অতিরিক্ত পঞ্চাশ নম্বর যোগ হয়। `মুক্তাঙ্গন`-এ কাজের ফলে তাঁর শেষ সাত জনের মধ্যে স্থান নিশ্চিত হয় যায়।
শেষ রাউন্ডে বন্যাকে তাঁর পরবর্তী `মিস ওয়ার্ল্ড`-এর শিরোপা পাওয়ার যোগ্যতা কী জিজ্ঞেস করায় তিনি বেশ সপ্রতিভ উত্তর দেন। তাঁর বক্তব্য, সুন্দর মনের অধিকারী যিনি তিনিই আসল মিস ওয়ার্ল্ড। যিনি নিজের উপস্থিতি সর্বত্র ছড়িয়ে দিতে পারেন তিনিই হয়ে উঠবেন সকলের প্রিয়। নিজের ওপর বিশ্বাস রাখা জরুরী বলে জানান তিনি। তিনি স্পষ্টই জানিয়ে দেন তাঁর মধ্যে এই সকল গুণই আছে।
First Published: Sunday, August 19, 2012, 13:04