Last Updated: Saturday, August 18, 2012, 23:49
অর্ডোসের বর্ণময় অনুষ্ঠানে সেরা সুন্দরীর শিরোপা পেলেন চীনের সুন্দরী ওয়েনজিয়া হু। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ মিস ওয়েল্স ও মিস অস্ট্রেলিয়া। ভারতের প্রতিযোগী বন্যা মিশ্র শেষ সাতের তালিকায় উঠলেও, পেলেন না বিশ্বের সেরা সুন্দরীর তকমা। স্বভাবতই ভারতীয়দের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন বন্যা। তবে তিনি পেয়েছেন `মিস সোশ্যাল মিডিয়া` আর `বিউটি উইথ আ পার্পাস`-এর মুকুট। দুনিয়ার তামাম সুন্দরীদের টেক্কা দিয়েছেন তিনি। বিশ্বের সেরা সুন্দরী শিরোপার অন্যতম দাবীদার ছিলেন বন্যা। তবে শেষ রক্ষা হল না।