Last Updated: November 25, 2011 16:02
গতকাল বুড়িশোলের জঙ্গলে কিষেণজির হত্যার প্রতিবাদে আজ কলকাতায় মহাকরণের উদ্দেশে মিছিল করে এপিডিআর সহ একুশটি সংগঠন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে মহাকরণের দিকে যাওয়ার পথে ওই মিছিলকে পুলিস ফিয়ার্স লেনের মুখে আটকে দিলে সেখানেই পথ অবরোধ করে সভা করেন তাঁরা। সভায় যোগ দিয়েছেন অন্ধ্রের বিশিষ্ট কবি ভারাভারা রাও এবং কিষেণজির ভাইঝি দীপা। এপিডিআরের মূল দাবি; কিষেণজিকে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে, এই হত্যার নিরপেক্ষ তদন্ত করতে হবে। সভা ঘিরে ব্যাপক পুলিস ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
First Published: Friday, November 25, 2011, 16:02