Last Updated: April 13, 2014 14:11

ভুল পথে চলেছে বরুণ। ওকে সঠিক দিশা দেখান দরকার। গতকালই বিজেপি নেতা তথা খুড়তুতো ভাই বরুণ গান্ধী সমন্ধে এমনটাই মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন বরুণের মা বিজেপি নেত্রী মানেকা গান্ধী। কে ঠিক পথে চলছে তার জবাব দেশই দেবে। প্রিয়াঙ্কার মন্তব্যের এমনই জবাব দিলেন মানেকা।
শনিবার সুলতানপুরে এক নির্বাচনী জনসভায় দাদা রাহুলকে পাশে বসিয়ে বরুণের প্রতি `পরামর্শসূচক` মন্তব্য করেন প্রিয়াঙ্কা। এই সুলতানপুর কেন্দ্র থেকেই বরুণ গান্ধী বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন।
কিছুদিন আগেই আমেঠিতে রাহুলের কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন বরুণ। অবশ্য তখন বরুণের তীব্র সমালোচনা করেছিলেন তাঁর মা। বাধ্য হয়ে ঢোক গিলতে বাধ্য হন মানেক পুত্র।
First Published: Sunday, April 13, 2014, 14:11