Last Updated: Thursday, April 3, 2014, 14:43
দাদার প্রশংসা করে মায়ের রোষানলে পড়লেন বিজেপির সুলতান পুরের বিজেপি প্রার্থী বরুণ গান্ধী। দু`দিন আগেই জ্যাঠতুতো দাদা কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর ঢালাও গুনগান করেছিলেন বরুণ। রাহুলের লোকসভা কেন্দ্রে তাঁর কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খুড়তুতো ভাই। আর তাতেই চটেছেন বরুণের মা মানেকা গান্ধী। এই বিজেপি নেত্রী সাফ জানালেন মন্তব্য করার আগে বরুণের উচিৎ সতর্ক হওয়া।