নিরাপত্তার চোখরাঙানিতে ইছামতীর ভাসান আবেগহীন

নিরাপত্তার চোখরাঙানিতে ইছামতীর ভাসান আবেগহীন

নিরাপত্তার চোখরাঙানিতে ইছামতীর ভাসান আবেগহীন ইছামতী নদীর এপারে উত্তর চব্বিশ পরগণার টাকি। ও পারে বাংলাদেশের সাতক্ষীরা। প্রতিবারই বিসর্জনের সময় ইছামতীর জলে মিলেমিশে একাকার হয়ে যায় দুই বাংলা। চেনা ছবি এবছর আর চোখে পড়েনি। বিসর্জনের জন্য এ দিন নদীতে নৌকা প্রায় নামেইনি। পারের থেকেই প্রতিমা নিরঞ্জন করেন টাকির মানুষ।

ইছামতীতে দেবী বিসর্জন নিয়ে এবছর নিরাপত্তার চুড়ান্ত কড়াকড়ি করেছিল প্রশাসন। প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনও ধরণের বেআইনি অনুপ্রবেশ না হয় তার জন্য পুলিশ ও বিএসএফের পক্ষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়। আর এতেই ইছামতী নদীর পারে ভাসানের অনুষ্ঠানে ভাটা পড়ে।
 
টাকির বিভিন্ন এলাকায় সকাল থেকেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ইছামতীর ঘাটেও ছিল কড়া নজরদারি। বিসর্জনের জন্য এ দিন নদীতে নৌকা প্রায় নামেইনি। পারের থেকেই প্রতিমা নিরঞ্জন করেন টাকির মানুষ।
 

First Published: Wednesday, October 24, 2012, 19:49


comments powered by Disqus