Last Updated: Wednesday, October 24, 2012, 19:49
ইছামতী নদীর এপারে উত্তর চব্বিশ পরগণার টাকি। ও পারে বাংলাদেশের সাতক্ষীরা। প্রতিবারই বিসর্জনের সময় ইছামতীর জলে মিলেমিশে একাকার হয়ে যায় দুই বাংলা। চেনা ছবি এবছর আর চোখে পড়েনি। বিসর্জনের জন্য এ দিন নদীতে নৌকা প্রায় নামেইনি। পারের থেকেই প্রতিমা নিরঞ্জন করেন টাকির মানুষ।