Vasundhara Raje set to become Rajasthan CM, thanks people

রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার পথে বসুন্ধরা রাজে, ধন্যবাদ জানালেন মানুষকে

রাজস্থানে ব্যাপক জয় ভারতীয় জনতা পার্টির। দলের মুখিয়া বসুন্ধরা রাজের মুখ্যমন্ত্রীত্বে ফেরা নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ নেই। মরু রাজ্যে গেরুয়া রঙ ছড়িয়ে পড়ায় জন্য জনতাকে ধন্যবাদ জানালেন রাজে।

তিনি বলেন, "আমি রাজস্থানের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।" বিজেপির সমর্থকদেরও ধন্যবাদ জানান রাজস্থানের রাজে। বিজেপির জন্য মোদী ফ্যাক্টর রাজস্থানের মাটিতে কাজ করেছে বলে মনে করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, "২০১৪-র লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল এটা।" সকাল ১১টা ১৫ পর্যন্ত বিজেপি এগিয়ে ১৩৩টি আসনে। কংগ্রেস এগিয়ে ২৭টি তে।

First Published: Sunday, December 8, 2013, 13:27


comments powered by Disqus