Last Updated: September 5, 2013 15:29

শুধু ভারতের আসারাম বাপু, কিংবা টুন্ডু বাবারা নয় ভ্যাটিকান সিটিতেও স্বঘোষিত ভগবানদের অপকীর্তির কাহিনি সামনে আসছে। এদিন যখন বিশ্বের এক প্রান্ত `গডম্যান` আসারামের বিরুদ্ধে এক হোস্টেল ওয়ার্ডনের সঙ্গে অবৈধ সম্পর্কের খবর এল, তখনই অন্য প্রান্তে এক বালিকার সঙ্গে সেক্স কেলেঙ্কারির দায়ে ভ্যাটিকান সিটির দূতকে বড় শাস্তি দেওয়া হল। এখানেই উঠছে প্রশ্ন। মানুষের অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে ধর্মগুরুরা যা করছেন তাঁর লাগাম টানার উপায় কী হবে?
ভারতের ধর্মগুরুদের মতই ইউরোপের বিভিন্ন দেশ এমনকী ধর্মের আঁতুরঘর ভ্যাটিকান সিটিতেও বারবার উঠে আসছে যৌন কেলেঙ্কারির খবর। বিভিন্ন গির্জার প্রধানরাও জড়িয়ে পড়ছেন সেইসব যৌন কেলেঙ্কারিতে। ক মাস আগে তো ইউরোপের এক বিখ্যাত গির্জার ভিতর ধর্মযাজকদের পর্ন ছবির দৃশ্য মোবাইলে তোলা হয়।
ভারত হোক কি ইউরোপ। ব্যাপার সেই এক। বিশ্বাসের সুযোগ নিয়ে যৌনতায় মাতছেন স্বঘোষিত গডম্যানরা।
এদিকে, আসারামের আরও এক অপকীর্তি ফাঁস হল। মধ্যপ্রদেশের এক হোস্টেলের ওয়ার্ডনের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক ছিল আসারামের, এমন খবর ফাঁস হয়ে গেল। সেই মহিলাকে `গডম্যান` তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার বিনিময়ে দুটো ফ্ল্যাট ও গাড়ি দিয়েছিল বলে খবর।
First Published: Thursday, September 5, 2013, 15:31