Last Updated: Thursday, September 5, 2013, 15:29
শুধু ভারতের আসারাম বাপু, কিংবা টুন্ডু বাবারা নয় ভ্যাটিকান সিটিতেও স্বঘোষিত ভগবানদের অপকীর্তির কাহিনি সামনে আসছে। এদিন যখন বিশ্বের এক প্রান্ত `গডম্যান` আসারামের বিরুদ্ধে এক হোস্টেল ওয়ার্ডনের সঙ্গে অবৈধ সম্পর্কের খবর এল, তখনই অন্য প্রান্তে এক বালিকার সঙ্গে সেক্স কেলেঙ্কারির দায়ে ভ্যাটিকান সিটির দূতকে বড় শাস্তি দেওয়া হল। এখানেই উঠছে প্রশ্ন। মানুষের অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে ধর্মগুরুরা যা করছেন তাঁর লাগাম টানার উপায় কী হবে?