Last Updated: June 11, 2013 16:10

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় আহত কংগ্রেসের প্রবীণ নেতা বিদ্যাচরণ শুক্লা প্রয়াত। মঙ্গলবার দুপুরে গুরগাঁওয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২৫ মে কংগ্রেসের পরিবর্তন যাত্রার সময় মাওবাদী হানার ঘটনা ঘটে। ৮৫ বছরের নেতার শরীরে তিনটি গুলি লাগে। তাঁকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে জগদলপুরের হাসপাতালে অস্ত্রপচার করে দেহের গুলি বের করা হয় তাঁর। মাল্টি অরগান ফেলিয়োরের জন্যই প্রবীণ নেতার মৃত্যু বলে জানিয়েছেন চিকিত্সকরা।
ছত্তিসগড়ে বস্তার জেলায় কংগ্রেসের কনভের ওপর আচমকা মাওবাদী হামলার ঘটনা ঘটে। প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ, মহেন্দ্র কর্মা ও প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ার সহ ২৪ জন প্রাণ হারান। ঘটনায় আহত হন আরও ৩২ জন।
First Published: Tuesday, June 11, 2013, 16:10