বিগ বস-এর ঝামেলা চুকিয়ে সলমন এবার বীণার বিয়েতে পাকিস্তানে!

বিগ বস-এর ঝামেলা চুকিয়ে সলমন এবার বীণার বিয়েতে পাকিস্তানে!

বিগ বস-এর ঝামেলা চুকিয়ে সলমন এবার বীণার বিয়েতে পাকিস্তানে!অনেক নাটকের পর শেষ হল বিগ বস। এবার কিছুটা ছুটি সলমন খানের। তবে ছুটির মাঝেই হয়ত সলমন যাবেন পাকিস্তানে। সল্লু পাকিস্তানে যাবেন গড়াপেটা কাণ্ডে অভিযুক্ত ক্রিকেটার মহম্মদ আসিফের প্রাত্ন গার্লফ্রেন্ডের বিয়ের রিসেপশনে। বিগ বস-এর প্রাক্তন এই হাউসমেটের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল সলমন খাকেন। সলমনকে সেই আমন্ত্রণ পত্র পাঠালেন বলিউডে পাকিস্তানের এক নম্বর বিতর্কত নায়িকা বীনা মালিক। ২৫ ডিসেম্বর, দুবাইয়ে আসাদ বশির নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন বলিউঢের খোলামেলা নায়িকা বীনা মালিক।

এরপর পাকিস্তানে রিসেপশান পার্টিতে সলমনকে আমন্ত্রণ জানান বীনা। বিগ বস অনুষ্ঠানে বীনার সঙ্গে পরিচয় হয় সল্লুর। সলমনের প্রিয় পাত্রীও হয়ে ঠেন বীনা মালিক। শোনা যাচ্ছে সলমন নাকি কথা দিয়েছেন বীনাকে শুভেচ্ছা জানাতে তিনি পাকিস্তান যাবেন। তবে নিউ ইয়ার পার্টিতে ব্যস্ত সল্লুর পক্ষে সেটা বাস্তবে কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় আছে।

সলমনের বিগ বস-থেকে প্রচারে আসা বীনা ভারতে এসে নিজের কেরিয়ারের মাটি শক্ত করেন। বেশ কয়েকটি বলিউড ছবির পাশাপাশি দক্ষিণ ভারতে ডার্টি পিকচারের অনুকরণে একটি সিনেমায় খোলামেলা পোশাকে অভিনয় করে দারুণ জনপ্রিয় হন বীনা।

ফিক্সিংকাণ্ডে জড়িত মহম্মদ আসিফের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড বীনার আমন্ত্রণে সল্লু সাড়া দেন কিনা সেটাই এখন দেখার।

First Published: Sunday, December 29, 2013, 16:53


comments powered by Disqus