Last Updated: Sunday, December 29, 2013, 16:52
অনেক নাটকের পর শেষ হল বিগ বস। এবার কিছুটা ছুটি সলমন খানের। তবে ছুটির মাঝেই হয়ত সলমন যাবেন পাকিস্তানে। সল্লু পাকিস্তানে যাবেন গড়াপেটা কাণ্ডে অভিযুক্ত ক্রিকেটার মহম্মদ আসিফের প্রাত্ন গার্লফ্রেন্ডের বিয়ের রিসেপশনে। বিগ বস-এর প্রাক্তন এই হাউসমেটের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল সলমন খাকেন। সলমনকে সেই আমন্ত্রণ পত্র পাঠালেন বলিউডে পাকিস্তানের এক নম্বর বিতর্কত নায়িকা বীনা মালিক। ২৫ ডিসেম্বর, দুবাইয়ে আসাদ বশির নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন বলিউঢের খোলামেলা নায়িকা বীনা মালিক।