Last Updated: September 5, 2012 22:03

শিক্ষক দিবসের দিনই স্কুলে খেলার অপরাধে শিক্ষকের হাতে প্রহৃত হল বেশ কয়েকজন পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল ডনবস্কো স্কুলে। শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন ক্লাস রুমের ভেতরে খেলছিল চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্র। অভিযোগ, এরপরই ওই ছাত্রদের মারধর করেন স্কুলের ভাইস প্রিন্সিপাল সুবীর মণ্ডল। শিক্ষকের বেধড়ক মারে বেশকয়েকজন পড়ুয়া গুরুতর জখম হয়েছে। ভাইস প্রিন্সিপ্যালকে গ্রেফতার করেছে পুলিস।
স্কুলের ছাত্ররা জানিয়েছেন, বুধবার শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। সে সময় ক্লাস রুমের ভিতরে খেলছিল চতুর্থ শ্রেণির কয়েকজন ছাত্র। তখনই ক্লাস রুমে আসেন স্কুলের ভাইস প্রিন্সিপাল। ছাত্রদের খেলতে দেখে রেগে যান তিনি। অভিযোগ ছাত্রদের খেলার সরঞ্জাম দিয়ে তাদেরই বেধড়ক মারধর করেন সুবীর মণ্ডল। শিক্ষকের মারে জখম হয় ৫ জন ছাত্র। গুরুতর জখম হয়েছে আরও একজন।
সন্তানদের জখম অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরাও। ভাইস প্রিন্সিপ্যালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এর আগেও ওই ভাইস প্রিন্সিপাল ছাত্রদের মারধর ও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। অবিভাবকদের অভিযোগের ভিত্তিতে ভাইস প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিস।
শিক্ষক দিবসের দিনে শিক্ষকের এমন আচরণে আতঙ্কে ক্ষুদে পড়ুয়ারা, সেইসঙ্গে আরও একবার কলুষিত হল শিক্ষক সমাজ।
First Published: Wednesday, September 5, 2012, 22:03