অনলাইনে দেখুন বিধুবিনোদ চোপড়া ফিল্ম ফেস্টিভ্যাল

অনলাইনে দেখুন বিধুবিনোদ চোপড়া ফিল্ম ফেস্টিভ্যাল

অনলাইনে দেখুন বিধুবিনোদ চোপড়া ফিল্ম ফেস্টিভ্যালবিধুবিনোদ চোপড়ার ছবি অনলাইনে। এই প্রথম বিধুবিনোদ চোপড়া ব্যানারের বাছাই ৮টি ছবি নিয়ে হচ্ছে অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ মে থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে অনলাইন ফেস্টিভ্যাল। এই কদিন দর্শকরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন ছবিগুলি।

বিখ্যাত ডিজিট্যাল মিডিয়া কোম্পানি `ইয়াহু ইন্ডিয়া`-র ওয়েবসাইটে ৭ মে লঞ্চ হয়েছে বিধুবিনোদ চোপড়া অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। `থ্রি ইডিয়টস,` `মুন্নাভাই এমবিবিএস,` `লাগে রহো মুন্নাভাই,` `পরিণীতা,` `পরিন্দা,` `খামোশ,` `মিশন কাশ্মীর` এবং `করীব`-এর মতো ৮টি সুপারহিট ছবি নিয়ে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিটি ছবি অনলাইন লঞ্চের পর থেকে আগামী ৬০দিন পর্যন্ত বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা।

২০১১ সালে চিলড্রেনস অ্যানিমেশন ফিল্ম `সুপার কে`-র এক্সক্লুসিভ অনলাইন প্রিমিয়র দেখেছিল দর্শক। খুব সম্প্রতি `বাল গনেশ` ও `স্ট্যানলি কা ডাব্বা` নিয়ে অনলাইন চিলড্রেনস ফিল্মস ফেস্টিভ্যালও করেছিল `ইয়াহু ইন্ডিয়া।`





First Published: Friday, June 1, 2012, 19:23


comments powered by Disqus