Last Updated: Friday, June 1, 2012, 19:18
বিধুবিনোদ চোপড়ার ছবি অনলাইনে। এই প্রথম বিধুবিনোদ চোপড়া ব্যানারের বাছাই ৮টি ছবি নিয়ে হচ্ছে অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল। ৭ মে থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে অনলাইন ফেস্টিভ্যাল। এই কদিন দর্শকরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন ছবিগুলি।