Last Updated: December 2, 2013 18:28

হায়দরাবাদের রাস্তায় শুটিং চলছিল ববি জাসুস ছবির। পরণে লুঙ্গি, মুখ ভর্তি দাড়ি, কাঁধ ছুয়ে নেমেছ চুল, পথে বসে ভিক্ষা করছেন এক ব্যক্তি। তিনিই ববি জাসুস। কিন্তু কে এই অভিনেতা?
অনেক ভেবেও উত্তর পাওয়া যাবে না। কারণ, তিনি যে অভিনেত্রী! লুঙ্গি পরে রাস্তায় বসেছিলেন একদা সিল্ক বিদ্যা বালন। দিয়া মির্জার প্রেমিক সহিল সিন্হা প্রযোজিত ছবিতে ববি জাসুসের ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। ছবিতে রয়েছেন আলি ফজল, অর্জন বাজওয়া, অনুপ্রিয়া, সুপ্রিয়া পাঠক, তনভি আজমি, আকাশ দহিয়া ও রাজেন্দর গুপ্তা। শেষ মুক্তি পাওয়া ছবি ঘনচক্কর বক্সঅফিসে চক্কর খেয়ে মুখ থুবড়ে পড়লেও আবার বিদ্যা প্রমাণ করতে তৈরি, কেন তিনিই বলিউডের লেডি খান।
First Published: Monday, December 2, 2013, 18:28