বিক্রমের বন্দেমাতরম

বিক্রমের বন্দেমাতরম

বিক্রমের বন্দেমাতরমপ্রায় এক দশক আগে বন্দেমাতরমের এক অভিনব কম্পোজিশন করেছিলেন এ আর রহমান। কালজয়ী সেই কম্পোজিশনের নাম ছিল মা তুঝে সালাম। এক দশক পর বন্দেমাতরম এক নতুন আঙ্গিকে নিয়ে এলেন বিক্রম ঘোষ। বুধবার সন্ধ্যায় রাজভবনে নৃত্যগীতে সমৃদ্ধ এক মনোজ্ঞ অনুষ্ঠান মঞ্চ থেকে এই মিউজিক অ্যালবামের উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। 

রাজভবনে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আমান আলি খান, পলাশ সেন, শঙ্কর মহাদেবন, সোনু নিগম, শান, উস্তাদ রশিদ খান, শুভা মুদগল, রূপ কুমার রাঠৌরসহ দেশের ৩০ জন নামকরা সঙ্গীতশিল্পী, যন্ত্রবাদক, কলাকুশলীদের নিয়ে বিক্রম ঘোষের নতুন মিউজিক্যাল কম্পোজিশন। নাম বন্দেমাতরম।

দেশজুড়ে নতুন আঙ্গিকের এই বন্দোমাতরমের সুর ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যালবামের পরিচালক বিক্রম ঘোষ।
 






First Published: Thursday, August 9, 2012, 20:06


comments powered by Disqus