Last Updated: Thursday, August 9, 2012, 20:02
প্রায় এক দশক আগে বন্দেমাতরমের এক অভিনব কম্পোজিশন করেছিলেন এ আর রহমান। কালজয়ী সেই কম্পোজিশনের নাম ছিল মা তুঝে সালাম। এক দশক পর বন্দেমাতরম এক নতুন আঙ্গিকে নিয়ে এলেন বিক্রম ঘোষ। বুধবার সন্ধ্যায় রাজভবনে নৃত্যগীতে সমৃদ্ধ এক মনোজ্ঞ অনুষ্ঠান মঞ্চ থেকে এই মিউজিক অ্যালবামের উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন।