Last Updated: October 23, 2011 00:19

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। ইংল্যান্ড সফর থেকে ফেরার পর শুক্রবারই প্রথম মাঠে নেমেছিলেন বীরু।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দিল্লির হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেন দিল্লির এই ওপেনার। যদিও ব্যাট হাতে সফল হননি তিনি। মাত্র এক রান করে প্যাভিলিয়ানে ফিরতে হয় তাঁকে। তবে উল্লেখযোগ্য বিষয় হল,দু ওভার বলও করেন সেওয়াগ। ম্যাচের পর বীরু জানান,ফিটনেস যাচাই করে নিতেই তিনি ম্যাচ খেলতে নেমেছিলেন। ব্যাট বা বল করতে অসুবিধা না হলেও,বল থ্রো করতে এখনও কিছু সমস্যা রয়েছে। জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে ফিটনেস টেস্ট দিতে চান বীরু। পুরোপুরি ফিট হয়েই মাঠে
ফিরতে চান তিনি।দিল্লির হয়ে সোমবার আর মঙ্গলবার আরও দুটি ম্যাচ খেলতে চান বীরেন্দ্র সেওয়াগ।
First Published: Sunday, October 23, 2011, 12:46