Last Updated: Sunday, January 6, 2013, 20:55
তাঁকে দেখার আগে বাঙালি মেয়ের এমন চাবুকের মতো পেটানো শরীর দুনিয়ে দেখেছিল কিনা সন্দেহ। বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরাও জানতে চেয়েছেন তাঁর গোপন ফিটনেস মন্ত্র। এহেন বিপাশ বসুই এবার প্রকাশ করলেন নিজের ফিটনেস আইকনের নাম। সলমন খান।