Last Updated: November 12, 2012 16:07

ভারতীয় ক্রিকেটের নতুন `হার্টথর্ব` বিরাট কোহলির হৃদয় শেষ পর্যন্ত পর্যন্ত চুরি করলেন সাগরপারের এক কন্যে! কোহলি নাকি চুটিয়ে ডেটিং করছেন ব্রাজিলের মডেল ইজাবেল লেটির সঙ্গে। চলতি বছরের জুন মাসে পেলের দেশের সুপার মডেল ইজাবেলের সঙ্গে সিঙ্গাপুরে শপিং করতে দেখা গিয়েছিল কোহলিকে।
জুন মাসে প্রেমিকার সঙ্গে ক্যামেরা বন্দী হওয়ার পর থেকেই ভারতীয় মিডিয়াতে কোহলি আর তাঁর `লাভ লাইফ` নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় মিডিয়ার সৌজন্যে কোহলির `ডেট`-এর সেই সময় একটা নাম প্রাপ্তি ঘটেছিল। `মিস্ট্রি ওম্যান`। সম্প্রতি সেই রহস্যময়ীরই পরিচয় জানা গেল।
মুম্বই থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিক অনুযায়ী ``একটা ক্যাসুয়াল মিটিং-এর হাত ধরে যে সম্পর্কের সূত্রপাত সময়ের সঙ্গে সঙ্গে তা এখন রীতিমত সিরিয়াস।`` এই দৈনিকের খবর অনুযায়ী ইজাবেলা এখন পাকাপোক্ত ভাবে মুম্বইয়ের বাসিন্দা। সেখান থেকে তিনি মাঝে মাঝেই দিল্লি যাতায়াত করছেন। তবে এই বিষয়ে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়েছেন ব্যক্তিগত কোন প্রশ্নের উত্তর দিতে তিনি মোটেও রাজি নন।
First Published: Monday, November 12, 2012, 16:07