Last Updated: Monday, November 12, 2012, 16:07
ভারতীয় ক্রিকেটের নতুন `হার্টথর্ব` বিরাট কোহলির হৃদয় শেষ পর্যন্ত পর্যন্ত চুরি করলেন সাগরপারের এক কন্যে! কোহলি নাকি চুটিয়ে ডেটিং করছেন ব্রাজিলের মডেল ইজাবেল লেটির সঙ্গে। চলতি বছরের জুন মাসে পেলের দেশের সুপার মডেল ইজাবেলের সঙ্গে সিঙ্গাপুরে শপিং করতে দেখা গিয়েছিল কোহলিকে।