Last Updated: February 18, 2014 14:29

কফি উইথ করণের শো-য়ে অনুষ্কা আসার পর থেকেই বলিউডে এখন একটাই মাথাব্যাথা। অনুষ্কার ঠোঁট। সকলের দাবি অনুষ্কা নাকি তাঁর ঠোঁটে অস্ত্রপচার করিয়েছেন। যদিও অনুষ্কার দাবি কোনও সার্জারি নয়, চরিত্রের প্রয়োজনে থেরাপির মাধ্যমে তাঁর ঠোঁটের এই দশা। তবে ঠোঁট নিয়ে এই চর্বিতচর্বনে বেজায় চটেছেন অনুষ্কার বয়ফ্রেন্ড বিরাট কোহলি।
অনুষ্কার ঠোঁট নিয়ে বিতর্কিত, হাস্যকর মন্তব্যে ভেসে গিয়েছে টুইটার। সেখান থেকেই বিরক্তি শুরু বিরাটের। ডিএনএতে প্রকাশিত খবর অনুয়ায়ী, বিরাট জানিয়েছেন, অনুষ্কা যদি অস্ত্রপচার করিয়েই থাকেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেটা কোনও পাবলিক ফোরামে আলোচনার বিষয়বস্তু হতে পারে না। এমনকী, তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনাও পছন্দ নয় বিরাটের।
কিছুদিন আগেই নিজের ফুলে ওঠা ঠোঁট সম্পর্কে জবাব দিয়েছেন অনুষ্কা। বলেন, কিছুদিন ধরে একটি বিশেষ পদ্ধতি তিনি ব্যবহার করছেন, যার সঙ্গে মেকআপ টেকনিকের সহায়তায় ঠোঁটে পরিবর্তন এসেছে। কিন্তু কোনওরকম অস্ত্রপচারের সাহায্য তিনি নেননি। আনুরাগ কাশ্যপের ছবি বম্বে ভেলভেটে জ্যাজ ডান্সারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেই চরিত্রের প্রয়োজনেই এটা তিনি করেছেন বলে জানিয়েছেন।
অনুষ্কার পাশে দাঁড়িয়েছেন করণ জোহর, আলিয়া ভট ও সোনম কপূর।
First Published: Tuesday, February 18, 2014, 14:29