Last Updated: Tuesday, February 18, 2014, 14:29
কফি উইথ করণের শো-য়ে অনুষ্কা আসার পর থেকেই বলিউডে এখন একটাই মাথাব্যাথা। অনুষ্কার ঠোঁট। সকলের দাবি অনুষ্কা নাকি তাঁর ঠোঁটে অস্ত্রপচার করিয়েছেন। যদিও অনুষ্কার দাবি কোনও সার্জারি নয়, চরিত্রের প্রয়োজনে থেরাপির মাধ্যমে তাঁর ঠোঁটের এই দশা। তবে ঠোঁট নিয়ে এই চর্বিতচর্বনে বেজায় চটেছেন অনুষ্কার বয়ফ্রেন্ড বিরাট কোহলি।