সুস্থ হয়েই দলে ফিরছি: সেওয়াগ, Virendra Sehwag is back

সুস্থ হয়েই দলে ফিরছি: সেওয়াগ

সুস্থ হয়েই দলে ফিরছি: সেওয়াগইংল্যান্ড সফর চলাকালীন প্রথম টেস্টে চোট পেযে দল থেকে ছিটকে যেতে হয়েছিল বীরেন্দ্র সেওয়াগকে। প্রায় দুমাস জাতীয় দলের বাইরে থাকার পর দেশের মাটিতে ওয়স্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরেছেন তিনি। হরিয়াণায়ে নিজের ক্রিকেট স্কুলে ব্যাট হাতে নেট বেশ সাবলীল সেহবাগ জানান পুর্ব ঘোষণা অনুযায়ী পুরো ফিট হয়েই জাতীয় দলে ফিরেছেন তিনি।

First Published: Monday, October 31, 2011, 19:06


comments powered by Disqus