Last Updated: March 13, 2014 11:19

পরিচারিকার ভিসা কারচুপি মামলায় অবশেষে স্বস্তিতে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। তাঁর বিরুদ্ধে ওঠা ভিসা প্রতারণার অভিযোগ খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। তবে কূটনৈতিক রক্ষাকবচ না থাকার যে অভিযোগ তুলেছেন দেবযানী, তা অবশ্য মানতে চায়নি মার্কিন আদালত। চোদ্দো পাতার রায়ে বিচারপতি জানিয়েছেন, নয়ই জানুয়ারি ভারতে ফিরে আসেন দেবযানী। তার আগে পর্যন্ত তাঁর কূটনৈতিক রক্ষাকবচ বহাল ছিল।
২০১২ অক্টোবর থেকে ২০১৪ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনস্যুলেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দেবযানী খোবরাগাড়ে। ভিয়েনা কনভেনশন মেনেই তাঁর কূটনৈতিক রক্ষাকবচ ছিল। পরিচারিকা সঙ্গীতা রিচার্ডের বেতন নিয়ে ভিসায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে, গত বছর বারোই ডিসেম্বর দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করা হয়। দেহতল্লাশি সহ একাধিক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। দেবযানীকে কেন্দ্র করে তলানিতে পৌছয় ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক।
First Published: Thursday, March 13, 2014, 11:19