Last Updated: Thursday, March 13, 2014, 11:19
পরিচারিকার ভিসা কারচুপি মামলায় অবশেষে স্বস্তিতে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। তাঁর বিরুদ্ধে ওঠা ভিসা প্রতারণার অভিযোগ খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। তবে কূটনৈতিক রক্ষাকবচ না থাকার যে অভিযোগ তুলেছেন দেবযানী, তা অবশ্য মানতে চায়নি মার্কিন আদালত। চোদ্দো পাতার রায়ে বিচারপতি জানিয়েছেন, নয়ই জানুয়ারি ভারতে ফিরে আসেন দেবযানী। তার আগে পর্যন্ত তাঁর কূটনৈতিক রক্ষাকবচ বহাল ছিল।