Last Updated: April 5, 2013 23:16

পাকিস্তানের প্রবীণ নাগরিকদের এ দেশে আসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত। চলতি বছরের শুরুতে পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার পর সে দেশের নাগরিকদের ভারতের আসার ভিসা প্রদানে নষেধাজ্ঞা জারি করা হয়।
৩১ মার্চ থেকে নতুন করে ভিসা দেওয়ার কাজ শুরু করেছে ভারত।
First Published: Friday, April 5, 2013, 23:16