মাত্রাতিরিক্ত মাদকের প্রভাবেই মৃত্যু হয়েছিল সুনন্দা পুরস্করের, ইঙ্গিত ভিসেরা রিপোর্টে

মাত্রাতিরিক্ত মাদকের প্রভাবেই মৃত্যু হয়েছিল সুনন্দা পুরস্করের, ইঙ্গিত ভিসেরা রিপোর্টে

মাত্রাতিরিক্ত মাদকের প্রভাবেই মৃত্যু হয়েছিল সুনন্দা পুরস্করের, ইঙ্গিত ভিসেরা রিপোর্টেমাত্রাতিরিক্ত মাদকের প্রভাবেই মৃত্যু হয়েছিল সুনন্দা পুরস্করের। ভিসেরা রিপোর্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। তবে গত শুক্রবার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল (CFSL) যে রিপোর্ট দিল্লি পুলিসের হাতে তুলে দিয়ে, তা কিছুটা অসম্পপূর্ণ। এমনটাই দাবি পুলিসের।

ফলে সুনন্দা পুরস্কারের মৃত্যুর জন্য এখনও সুনির্দিষ্ট ভাবে এফআইআর দায়ের হয়নি। দু-মাস আগে রহস্যজনক ভাবে মারা যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী থারুর পত্নি সুনন্দা পুস্কর। ঘটনার শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে মনে করা হয়েছিল শরীরে বিষের প্রভাবে মৃত্যু হয়েছিল সুনন্দার।

পুলিসের আশা ছিল নিহতের শরীরে কী ধরণের বিষ প্রয়োগ করা হয়েছিল এবং কতোটা পরিমাণে প্রয়োগ করা হয়েছিল, সঠিক জানা যাবে ভিসেরা রিপোর্টে। অথচ বিষক্রিয়ার তত্ত্ব খারিজ করে দিয়েছে ভিসেরা রিপোর্ট। ফলে তদন্তের স্বার্থে এবার এইমস-এর চিকিত্‍সকদের সঙ্গে আলোচনা করতে চায় পুলিস। কারণ সুনন্দা পুরস্করের অটপ্সি হয়েছিল এআইএমএস-এই।

First Published: Monday, March 24, 2014, 09:18


comments powered by Disqus