বিশ্বনাথন আনন্দের খারাপ ফর্ম অব্যাহত

বিশ্বনাথন আনন্দের খারাপ ফর্ম অব্যাহত

বিশ্বনাথন আনন্দের খারাপ ফর্ম অব্যাহততাল মেমোরিয়াল টুর্নামেন্টে আবার ড্র বিশ্বনাথন আনন্দের। এই নিয়ে টানা ছটি ম্যাচ ড্র করলেন তিনি। ইউক্রেনের ভ্যাসিলি ইভানচুকের সঙ্গে ড্র করলেন আনন্দ। আর এই ড্রয়ের ফলে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন ভিশি। বিশ্বচ্যাম্পিয়নশীপের আগে আনন্দের এই খারাপ ফর্ম চিন্তায় রাখছে ভারতীয় দাবামহলকে।

First Published: Wednesday, November 23, 2011, 20:37


comments powered by Disqus