বিপন্ন ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, গ্রাহকদের তথ্য ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ ভো

বিপন্ন ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, গ্রাহকদের তথ্য ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ ভোডাফোনের বিরুদ্ধে

বিপন্ন ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, গ্রাহকদের তথ্য ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ ভোডাফোনের বিরুদ্ধেগ্রাহকদের তথ্য ব্রিটিশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল ভোডাফোনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নথিতে ভোডাফোন সম্পর্কে এই অভিযোগ করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ভোডাফোন। স্বরাষ্ট্র মন্ত্রকের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের গোপন নথিতে চাঞ্চল্যকর অভিযোগ উঠল টেলিকম সংস্থা ভোডাফোনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, ওই নথিতে বলা হয়েছে ব্রিটিশ সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশন হেড কোয়ার্টারকে গ্রাহকদের গোপন তথ্য সরবরাহ করে ভোডাফোন। গত পাঁচ বছর ধরে ট্রান্স আটলান্টিক কেবলে আড়ি পাতছে ওই ব্রিটিশ গুপ্তচর সংস্থা। ভোডাফোন এবং আমেরিকার আরেকটি সংস্থা তাদের গ্রাহকদের ফোন, ইমেল সংক্রান্ত তথ্য ওই গুপ্তচর সংস্থাকে দিয়েছে বলে দাবি।

যদিও ভোডাফোন সূত্রে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার দাবি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ধরণের কোনও অভিযোগের কথা তাদের জানানো হয়নি।গ্রাহকদের গোপন তথ্য তৃতীয় কারও হাতে তুলে দেওয়ার কথাও অস্বীকার করেছে এই টেলিকম সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে বিভিন্ন দেশে চালু থাকা , তথ্য গোপন রাখা সংক্রান্ত নীতি তাঁরা মেনে চলেন। ইউরোপের ক্ষেত্রে ইউরোপিয় ইউনিয়নের নির্দেশিকা মেনে কাজ করেন তাঁরা।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা গভর্মেন্ট কমিউনিকেশন হেড কোয়ার্টার অবশ্য প্রকাশ্যে তাঁদের কাজ নিয়ে মুখ খুলতে নারাজ। তথ্য ফাঁসের পাশাপাশি ভোডাফোনের বিরুদ্ধে কর ফাঁকির বিষয়টিও স্বরাষ্ট্র মন্ত্রকের নথিতে উঠে এসেছে বলে পিটিআই সূত্রে খবর।

ভোডাফোন অবশ্য সেই অভিযোগও অস্বীকার করেছে। সংস্থার দাবি ভারত সরকারের অনুমতি নিয়েই তাঁরা এই দেশে ব্যবসা করছেন। এপর্যন্ত কোনও দেশেই তাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠেনি।

First Published: Tuesday, March 11, 2014, 09:41


comments powered by Disqus