Last Updated: October 18, 2012 21:41

চতুর্থীর দিন দুটি পুজো উদ্ধোধন করতে শহরে এসেছেন ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কলকাতাকে আজও ভুলতে পারেননি হায়দরাবাদি এই ব্যাটসম্যান। এদিন ভিভিএস লক্ষ্মণ সল্টলেক ও লেকটাউনের দুটি পুজোর উদ্বোধন করেন।
কলকাতায় পুজো উদ্বোধন করতে এসে রীতিমত নস্টালজিক হয়ে পড়লেন ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কলকাতাকে আজও ভুলতে পারেননি হায়দরাবাদি এই ব্যাটসম্যান। ইডেন থেকে বাংলার ক্রিকেটপ্রেমী সবই উঠে এল তাঁর বক্তব্যে। নিজের দ্বিতীয় ঘর বলে যে শহরকে মনে করেন লক্ষ্মণ সেই কলকাতার ভাষাকেও রপ্ত করতে ভোলেননি তিনি। জানিয়ে দিলেন বাংলা ভাষার শিক্ষাগুরু তাঁর প্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
First Published: Thursday, October 18, 2012, 22:29