Last Updated: November 21, 2011 16:33

কয়েক দিন আগে শাহিদ আফ্রিদিকে মুখ বন্ধ করে খেলার দিকে নজর দিতে বলেছিলেন তিনি। সেই আফ্রিদির প্রশংসায় এখন পঞ্চমুখ ওয়াকার ইউনুস। শ্রীলংকার বিরুদ্ধে আফ্রিদির দুরন্ত পারফরম্যান্সকে সমীহ করেছেন প্রাক্তন পাক দলের কোচ। খেলায় মনযোগ দেওয়ার সৌজন্যেই আফ্রিদি ভাল পারফর্ম করেছেন বলে মনে করেন ওয়াকার। ওয়াকার জানিয়েছেন আফ্রিদি বরাবরই প্রতিভাবান ছিলেন। কিন্তু সেই প্রতিভাকে কোনদিন ঠিক ভাবে কাজে লাগাতে পারেননি তিনি বলে ওয়াকারের বক্তব্য। আফ্রিদির খেলা আরও পরিণত হয়েছে বলে মনে করেন ওয়াকার।
First Published: Monday, November 21, 2011, 16:33