Last Updated: Sunday, July 28, 2013, 12:16
`বুম বুম`-এর ব্যাটের সৌজন্যে ক্রিকেট বিশ্ব পেল নতুন বিশ্বরেকর্ড। পৃথিবীর প্রথম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়লেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ক্রিকেটে ১০ হাজার ক্লাব, ৫ হাজার ক্লাব নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বেশি হাততালি পাওয়া ঘটনা ওভার বাউন্ডারি নিয়ে সেভাবে আলচোনা হয় না। বুম বুম আফ্রিদি সেটাই করলেন। ব্যাটসম্যানের সবচেয়ে বড় তৃপ্তির ক্লাবকে দিলেন নতুন এভারেস্ট।