আমি এখন বিবাহিত: আক্রম

আমি এখন বিবাহিত: আক্রম

আমি এখন বিবাহিত: আক্রম বিয়ে করলেন ওয়াসিম আক্রম। বুধবার ঘোষনা করলেন নিজের বিয়ের খবর। এ দিন আক্রম বলেন, "গত সপ্তাহে লাহোরে একটি ছোট অনুষ্ঠানে শনিয়েরাকে বিয়ে করেছি আমি। আমার, আমার স্ত্রী ও আমার সন্তানদের নতুন জীবন শুরু হচ্ছে।"

গত মাসে ৪৭ বছরের আক্রম বিয়ের প্রস্তাব দেন ৩০ বছরের অস্ট্রেলিয় পাবলিক রিলেশনশিপ ম্যানেজার শনিয়েরা থম্পসনকে। এরপর ১২ অগাস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। শুধু দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন বিয়েতে। এর আগে অগাস্টের প্রথম দিকে লাহোরে আক্রমের বাবার সঙ্গে দেখা করেন শনিয়েরা। সেই সময়ই শনিয়েরার সঙ্গে রাত কাটানোর জন্য ইসলাম সমাজে সমালোচিত হতে হয় আক্রমকে।

মুফতি আবদুল কৈয়ম সাংবাদিকদের বলেন, "এটা ইসলাম বিরোধী ও অপরাধ। যতদিন না বিয়ে হচ্ছে আক্রমের শনিয়েরার থেকে আলাদা থাকা উচিত।" বিয়ের সময় ধর্মান্তরিত হয়েছেন শনিয়েরা। উর্দুও শিখছেন।

২০০৯ সালে চেন্নাইয়ের এক হাসপাতালে মারা যান আক্রমের প্রথম স্ত্রী হুমা। দুটি পুত্রসন্তান রয়েছে তাঁদের।

First Published: Wednesday, August 21, 2013, 22:59


comments powered by Disqus