Last Updated: Wednesday, May 28, 2014, 16:05
আজই নতুন শিক্ষামন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেন পার্থ চ্যাটার্জি। শিক্ষামন্ত্রী দফতরে আসার আগেই উপস্থিত ছিলেন `শিক্ষাঙ্গনের দস্যি ছেলে` আরাবুল ইসলাম। এর আগে স্কুল-কলেজে আরাবুলের শিক্ষায় নৈরাজ্য নজির সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টার সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ``আপনি এখানে?`` তিনি হাসিমুখে সহজ উত্তর দেন, "আজকে এলাম। গুরুদেব আসছে, তাই এসেছি। কেন, এখানে আসার বারন আছে?"