Last Updated: April 6, 2013 14:43

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ জানালেন ওয়াসিম আক্রম। সুলতান অফ সুইং বলেন খেলা আর রাজনীতি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই বিসিসিআই এর উচিত ক্রিকেটের স্বার্থে পাক ক্রিকেটারদের খেলতে দেওয়া। ২০০৮ সালে শেষবার আইপিএলে পাক ক্রিকেটাররা খেলার সুযোগ পেয়েছিলেন।
এরপর মুম্বইয়ে জঙ্গি হামলার কারণে ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। দ্বিতীয় আইপিএল থেকে পাক ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করে বিসিসিআই। তবে গতবছরের শেষ দিকে পাকিস্তান ক্রিকেট দল ভারত সফরে এসেছিল। এমনকী চ্যাম্পিয়ন্স লিগেও পাক ক্রিকেটারদের খেলতে দিয়েছিল বিসিসিআই। তবে রাজনৈতিক সমীকরনের জটিলতা কাটিয়ে উমর গুল, আফ্রিদিরা কি আইপিএলে খেলার সবুজ সংকেত পাবেন?
First Published: Saturday, April 6, 2013, 14:43