Last Updated: Monday, July 8, 2013, 13:39
জল্পনায় জল ঢেলে বিয়ে করতে চলেছেন ওয়াসিম আক্রাম। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ককে জল ঢেলে দিয়ে প্রাক্তন এই পাকিস্তান অধিনায়ক বিয়ে করতে চলেছেন এক অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা শানাইরা থম্পসনকে। গতকাল, রবিবার ৪৭ বছরের ওয়াসিমের সঙ্গে ৩০ বছরের শানাইরার এনগেজমেন্ট হয়ে যায় বলেও খবর। চলতি বছরের শেষে দুজনে বিয়ে করবেন বলে আক্রামের পরিবারসূত্রে জানা গিয়েছে।