Last Updated: January 18, 2014 14:02
আপনি হয়তো খেলনার পুতুল নিয়ে খেলেছেন। নিদেন পক্ষে `ভুতের সিনেমায়` পুতুলকে মানুষ খেকো হতে দেখেছেন। মুখে রক্ত। চোখ ঠিকরে বেরিয়ে আসছে। কিন্তু সেই চেহারা যদি আপনার সামনে আসে। তাও আবার দিনে দুপুরে...
বিদেশি হরর ফ্লিক `ডেভিল`স ডিউ` এর প্রচারে নিউ ইয়র্কের রাস্তায় এখন ঘুরে বেড়াচ্ছে ডেভিল বেবি। বাচ্চাদের প্যারাম্বুলেটর। কারোর সাহায্য ছাড়াই ঘুরছে। উৎসুক মানুষ তা তে উঁকি মারতেই ডেভিল বেবি স্বরূপে। গাড়ি থেকে আচমকাই মাথা বের করে দিয়ে ভয় দেখাচ্ছে সে। বাচ্চাটির মুখ বীভৎস। আর দূর থেকে সেসবই ক্যামেরা বন্দি করা হয়েছে। রিমোর্ট চালিত এই গাড়িটির দেখা মিলছে হামেশাই। তা দেখে কেউ হতবাক, কেউ ভয়ে চেচিয়ে উঠছেন। আবার কেউ পালাচ্ছেন।
First Published: Saturday, January 18, 2014, 14:02