আত্মসমর্পণ করলেন পার্নেল, পরে জামিনে মুক্ত

আত্মসমর্পণ করলেন পার্নেল, পরে জামিনে মুক্ত

আত্মসমর্পণ করলেন পার্নেল, পরে জামিনে মুক্তগতবছর আইপিএল চলাকালীন জুহুতে কুখ্যাত `রেভ` পার্টি মামলায় অন্যতম অভিযুক্ত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়ানে পার্নেল সোমবার মুম্বইয়ের একটি স্থানীয় কোর্টে আত্মসমর্পণ করেন। অবশ্য গতকালই ১০,০০ টাকার বিনিময়ে জামিনও পেয়ে গেছেন পার্নেল।

চলতি বছরে ছয় মার্চ মুম্বই পুলিস মোট ৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে। এদের মধ্যে ৩৫ জনকে `ওয়ান্টেড` হিসাবে চিহ্নিত করে পুলিস। এদের মধ্যে অধিকাংশই বিদেশী।

চার্জশিটে পার্নেলের সঙ্গেই নাম ছিল ক্রিকেটার রাহুল শর্মা ও অভিনেতা দম্পতি অপূর্ব ও শিল্পা অগ্নিহোত্রীর।

এই চার্জশিটের ভিত্তিতে অভিযুক্ত প্রত্যেকের নামেই সমন পাঠায় আদালত।

First Published: Tuesday, April 9, 2013, 15:34


comments powered by Disqus