Last Updated: Tuesday, April 9, 2013, 15:34
গতবছর আইপিএল চলাকালীন জুহুতে কুখ্যাত `রেভ` পার্টি মামলায় অন্যতম অভিযুক্ত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়ানে পার্নেল সোমবার মুম্বইয়ের একটি স্থানীয় কোর্টে আত্মসমর্পণ করেন। অবশ্য গতকালই ১০,০০ টাকার বিনিময়ে জামিনও পেয়ে গেছেন পার্নেল।