Last Updated: November 7, 2011 19:32

ইউরো কাপের তিন ম্যাচ নির্বাসনের খেসারত দিয়েই যাচ্ছেন ওয়েন রুনি। স্পেন এবং সুইডেনের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলির জন্য তাঁকে দলে রাখলেন না কোচ ফ্যাবিয়ো কাপেলো। রুনির ইউরো কাপের নির্বাসনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড দলের জাতীয় কোচ। রুনি মতই দলে জায়গায় পান নি ম্যানইউ-র রিয়ো ফার্দিনান্দ। এই দুজনের জায়গায় দলে অন্তর্ভুক্ত হতে পারেন চেলসির স্ট্রাইকার ড্যানিয়ল স্টুরিজ এবং অ্যাস্টন ভিলার ফরওয়ার্ড গ্যাব্রিয়াল অ্যাবনলাহোর।
First Published: Monday, November 7, 2011, 19:54