Last Updated: January 17, 2014 23:47

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেই ভোট-যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এআইসিসির সম্মেলনে ঘোষণা করলেন, লোকসভা ভোটের লড়াইয়ের জন্য তৈরি কংগ্রেস। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে এআইসিসির সম্মেলনেও সরব হয়েছিলেন তাঁর অনুগামীরা। কিন্ত এব্যাপারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনার অবসান হয়েছিল বৃহস্পতিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকেই।
এবারে কংগ্রেসের লক্ষ্য লোকসভা ভোটের ময়দান। এআইসিসি সম্মেলনে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির সুরই শোনা গেল কংগ্রেস সভানেত্রীর গলায়। সোনিয়া গান্ধীর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি। নাম না করলেও, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে এআইসিসি সম্মেলনেও সরব হয়েছিলেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এরপরই রাহুল প্রশ্নে নিজের অনড় মনোভাবের কথা স্পষ্ট করে দেন সোনিয়া।
মতাদর্শ এবং উন্নয়নের মডেল ইস্যুতে লোকসভা ভোটের প্রচারে কংগ্রেস যে বিজেপির সঙ্গে সঙ্ঘাতে যেতে রীতিমতো প্রস্তুত, এআইসিসির সভায় এদিন সেই বার্তাই দিয়েছেন সোনিয়া গান্ধী।
First Published: Friday, January 17, 2014, 23:47