Last Updated: September 21, 2013 13:26

ল্যান্ডফোনকে বিদায় জানিয়ে মোবাইল ফোন তো অনেককালের অভ্যাস করে ফেলেছেন। এ বার ফ্যাশান ডিজাইনার সিন মিলসের সৌজন্যে এ বার কিনতে তৈরি হয়ে যান জুতো ফোন। হ্যাঁ পায়ে যে জুতো পরছেন সেটাই দরকারে ফোন হিসাবে কাজে লাগান (দেখুন ছবিতে)। মজার কথা জুতো যে ফোনের সেট রাখা হয়েছে সেগুলো সব অব্যবহূত সেট। পুরনো সেটকে নতুন করে জুতো ফোন কামাল দেখাতে আসছে।
এই জুতো ফোন নিয়ে সিন বলছেন, একবার কিনে দেখুন তো দারুণ লাগবে। জুতো শুধু পা কেন পরবেন, ওটাকে মাঝে মাঝে গোপন ফোন হিসাবেও কাজে লাগান।
জুতো ফোন কিনতে ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। দাম এখন কিছুটা বেশিই, হাজার ইউরো মানে প্রায় লাখ খানেক টাকা দাম এই জুতো ফোনের। তবে জুতোটা বেশ অত্যাধুনিক। আর কনসেপ্টটা তো বটেই।

জুতো ফোনের সঙ্গেই আসতে চলেছে ব্যাগ ফোন। ব্যাগ ফোনটা হাতে থাকলে দারুণ দেখাবে। আর গ্লাভস ফোন তো একেবারে তাক লাগিয়ে দেবে। বোঝাই যাবে না আপনার হাতে ফোন আছে। লুকিয়ে প্রেম, কিংবা গোপন তথ্য আদানপ্রদানের জন্য একেবারে সেরা উপাদান গ্লাভস ফোন। তবে কি না ট্যাঁকের জোর থাকতে হবে।
First Published: Saturday, September 21, 2013, 13:26