Last Updated: Monday, October 21, 2013, 11:03
দিল্লির রাহুল থেকে কলকাতার দীপ। চেন্নাইয়ের অশ্বিন থেকে কন্যাকুমারীর দীপিকা। ওদের কারও বয়স আট, কারও দশ, কারও আবার বড়জোড় বারো। ওরা সবাই পিঠের ব্যথায় রাত ঠিকমত ঘুম হচ্ছে না, কেউ কেউ আবার মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তাররা যখন বুঝলেন ওদের মূল সমস্যাটা আসলে একটাই তখন সবার মাথায় হাত। বিদ্যার ঝুলিটার ভারে ওরা ঝুঁকে পড়ছে। ব্যাগ ভর্তি জ্ঞানের ওজনে ওরা নুয়ে পড়ছে।