কাল থেকে কাটবে আকাশের ভার মুখ

কাল থেকে কাটবে আকাশের ভার মুখ

কাল থেকে কাটবে আকাশের ভার মুখ আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সবজেলাতেই পরিস্থিতির উন্নতি হলেও, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।     

ইতিমধ্যেই, দুর্বল হতে শুরু করেছে নিম্নচাপ অক্ষরেখা। মেঘ কেটে গিয়ে রোদ উঠলেই নামতে শুরু করবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত তা ২২-২৩ ডিগ্রির আশেপাশে থাকার কথা। তবে, আকাশ পরিস্কার থাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়াবিদদের ইঙ্গিত, নিম্নচাপ অক্ষরেখা সরে যাওয়ার পরই ধাপে ধাপে নামবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর সেইসঙ্গে আর একটু ত্বরান্বিত হবে রাজ্যে শীতের প্রবেশ।

First Published: Tuesday, November 6, 2012, 19:07


comments powered by Disqus