Last Updated: September 1, 2013 20:12

পর্দায় ফিরছে অমিতাভ-রেখা রোম্যান্স। বলিউডে এর থেকে চাঞ্চল্যকর খবর বোধহয় আর কিছু হতে পারে না। এতটাই চাঞ্চল্যকর যে শুনে অনেকে বিশ্বাসই করতে চায় না। তবে খবরটা সত্যি। পর্দায় ফিরছে সিলসিলার রোম্যান্স। ছবির নাম ওয়েলকাম ব্যাক।
২০০৭ সালে মুক্তি পাওয়া ওয়েলকামের সিক্যোয়েল ওয়েলকাম ব্যাক। ছবিতে ডন আরডিএক্স-এর ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। একজন ধনী ফ্যাশনেবল মহিলার চরিত্রে রেখা। ছবির পরিচালক অনিস বাজমি জানালেন, "আমি রেখাজির খুব বড় ভক্ত। আমি ওনার সঙ্গে কাজ করতে চাই। আমি মনে করি এটা যেহেতু একটি কমেডি ছবি, রেখাজি খুব ভাল কাজ করতে পারবেন। ওনার কমিক টাইমিং খুব ভাল।"
অমিতাভ-রেখা ছাড়াও ছবিতে থাকবেন নানা পটেকর, অনিল কপূর, জন অ্যাব্রাহাম ও শ্রুতি হাসান। ১৯৭৬ সালে দো আনজানে ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ-রেখা। মুকদ্দর কা সিকন্দর(১৯৭৮), মি. নটওয়রলাল(১৯৭৯), সুহাগ(১৯৭৯), সিলসিলা(১৯৮১) নিজেদের রসায়ন বুঝিয়ে দিয়েছিলেন এই জুটি।
First Published: Sunday, September 1, 2013, 20:12