Last Updated: March 13, 2014 13:39

ভোটের আগে বিজেপির অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিল পুরনো সঙ্গী শিবসেনা। দলের মুখপত্র সামনায় শিবসেনা প্রধান উদ্ধব থাকরের বিস্ফোরক অভিযোগ, পুরনো সঙ্গীদের অন্ধকারে রেখে এখন নতুন নতুন দলের সঙ্গে জোট গড়ায় ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি। এই আক্রমণের মূলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে বিজেপির জোট-জল্পনা।
মহারাষ্ট্রে শিবসেনার প্রধান বিরোধী দল রাজ থাকরের এমএনএসের সঙ্গে কিছুদিন আগে বৈঠক করেছিলেন বিজেপি নেতা নীতিন গড়করি। এরপর থেকে ক্ষোভে ফুঁসছে শিবসেনা। নরেন্দ্র মোদী সহ বিজেপি শীর্ষনেতারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও, কিছুই যে ঠিক হয়নি তা স্পষ্ট হয়ে গেল সামনায় উদ্ধব থাকরের এই লেখায়। তাঁর অভিযোগ, বিরোধীদের আক্রমণের বদলে নিজেকেই আঘাত করছে বিজেপি। সেইসঙ্গে তাঁর চাপা হুঁশিয়ারি, আপাতত মোদী-রাজনাথরা দু-দলের জোটের ক্ষতে প্রলেপ লাগালেও, পরে আবার সমস্যা হবে না এর কোনও নিশ্চয়তা আছে কি?
First Published: Thursday, March 13, 2014, 13:40